প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
গণভোট বা পিআরের দাবি ছেড়ে নির্বাচনের পথে আসুন

ঠাকুরগাঁও প্রতিনিধি
জামায়াতে ইসলামীর নেতাদের গণভোট বা পিআরের দাবি ছেড়ে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন ‘দেশে আর কোনো বিভাজন বা ভাগাভাগির রাজনীতি চাই না। দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। সবাই মিলে সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা।
’ গতকাল বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলায় এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এবারই হয়তো আমার শেষ নির্বাচন। এই নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, ভোট দেবেন।’
বিএনপি মহাসচিব বলেন, তিনি প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি পরিহার করে একটি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান।
তিনি দাবি আদায়ের জন্য রাস্তায় নামা কিছু প্রতিষ্ঠানকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের দাবিগুলো আপাতত বন্ধ রাখুন। আবার কিছু প্রতিষ্ঠান দাবি আদায়ে রাস্তায় নেমেছে, উদ্দেশ্য ভালো নয়, তারা নির্বাচন পণ্ড করতে চায়।’ তিনি আরো বলেন, ‘আর বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট হতে হবে বা পিআর হতে হবে, না হলে ভোট হবে না—এগুলো বাদ দিন।
দেশের মানুষ একটি নির্বাচন চায়। পিআর দেশের মানুষ বোঝে না। পিআর আবার কী? আগে ভোট হোক তারপর কার কী দাবি আছে, সেটা সংসদে গিয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কাগজ কলম