প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2025 ইং
এবার নিশোর নায়িকা পূজা

আগামী বছরের ঈদুল ফিতরকে টার্গেট করে ‘দম’ শিরোনামের সিনেমা আনছেন রেদওয়ান রনি। আগেই ঘোষণা দেওয়া হয়, সিনেমায় প্রধান চরিত্রে থাকবেন আফরান নিশো। এবার জানা গেল নায়িকার নাম। সিনেমায় নিশোর নায়িকা হয়ে হাজির হবেন পূজা চেরি।
ইতোমধ্যে অভিনেত্রীর সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে। অক্টোবরের শেষদিকে কাজাখস্তান থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং।
রনি বলেন, “সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে ‘দম’, আর এ গল্পটা সারভাইভাল ঘরানার।” ছবিতে যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, ‘এই সিনেমায় পারফরম্যান্সের অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের গল্প আমি আগে দেখিনি।’
সিনেমায় আরও থাকছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘ছবির গল্পটা অসাধারণ। আগে এ ধরনের গল্পে কাজ হয়নি। খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কাগজ কলম