প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
বান্দরবানে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ আটক ৬

যৌথ বাহিনীর পৃথক অভিযানে বান্দরবানের থানচি ও আলীকদমে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ ৬ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
শনিবার পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার থানচি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ওয়াইবার ত্রিপুরাকে আটক করা হয়।
ওয়াইবার ত্রিপুরাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের সমন্বয়ে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের লিক্রি এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়।
ওই অভিযানে ওয়াইবার ত্রিপুরার সহযোগী রোহান ম্রো-কে আটক করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে একটি পিস্তল, দুটি গাদা বন্দুক, একটি হ্যান্ড গ্রেনেড, একটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড অ্যামোনিশন, একটি মর্টার গোলার খালি বাক্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অন্যদিকে, রোববার বান্দরবানের আলীকদম উপজেলার আগলা পাড়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মেনশন ম্রো নামক এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে তল্লাশি করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী চারজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে এবং ২৮ রাউন্ড এমজি বল অ্যামুনিশন, দুটি ওয়াকিটকি সেট, চারটি ওয়াকিটকি চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
আইএসপিআর ওই বার্তায় আরও জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে সেনা ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে সেনাবাহিনী ও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কাগজ কলম