খুলনা অফিস
খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীত পাশের ১৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মনির হাওলাদার (২২) ও হানিফ শেখ (২২)।
স্থানীয়রা জানান, ৮ থেকে ১০টি মোটরসাইকেলে ১০-১৫ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়।
এতে চায়ের দোকানে বসে থাকা মনির ও নিজ বাড়িতে থাকা হানিফ গুলিবিদ্ধ হন। মনির স্থানীয় আলম শেখের ছেলে এবং হানিফ সিরাজ শেখের ছেলে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করেন, আর হানিফ রাজমিস্ত্রীর কাজ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন, ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।
তিনি আরো জানান, কে বা কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।
দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
নিউজটি পোস্ট করেছেন :
Staff Reporter