ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিবির নেতা হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে চাঞ্চল্যকর শিবির নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় এক যুগ পর রায় ঘোষণা করেছেন আদালত। এতে একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এই রায় ঘোষণা করেন।
রায়ে মামলার প্রধান আসামি জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড ও বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা অন্যরা হলেন- জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল হুদা ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাশ, ছায়েদ মিয়া ও নাহিদ মিয়া। রায় ঘোষণা সময় আসামিদের মধ্যে কয়েকজন আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ জুন রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী পুকুরপাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে শিবির নেতা মহিবুর রহমান চৌধুরীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহিবুরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন মহিবুরের ভাই মুজিবুর রহমান চৌধুরী। ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালে তদন্তকারী কর্মকর্তা ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০১৭ সালের ১০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়।
রাষ্ট্রপক্ষের ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে আদালত দোষী প্রমাণিতদের সাজা দেন। মামলার বিচার চলাকালীন তিন আসামি মারা যান এবং দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট গুলজার খান এবং আসামিপক্ষে ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান। রায়ের পর বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে, তবে আসামিপক্ষ জানিয়েছে তারা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবে।

নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ