ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে কত টাকায় দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত শুকানোর আগেই আবারও বাংলাদেশের দরজার সামনে ওয়ানডে সিরিজ। চলতি মাসেই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
১৮, ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে এই ম্যাচগুলো। বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। এরপর অবশ্য ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেতিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।
 বুধবার মিরপুর মাঠের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরই মধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে। আজ সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।
সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট। দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা করে। দুটি ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ আর গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
এছাড়া দর্শকেরা অনলাইনে https://www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ