ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

অনলাইন ডেস্ক
ইসরায়েলি সেনাবাহিনী ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এরপর ওই মরদেহগুলো শনাক্তকরণের জন্য গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে নিহতদের পরিবারের সদস্যরা ১৫ অক্টোবর তাদের প্রিয়জনদের অবশিষ্টাংশ শনাক্ত করতে জড়ো হন।
বুধবার আইসিআরসি এক বিবৃতিতে জানায়, তারা একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উভয়পক্ষের অনুরোধ ও সম্মতিতে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে।
গাজার স্থানীয় স্বাস্থ্য ও ফরেনসিক কর্তৃপক্ষ এখন মরদেহগুলো শনাক্ত করার দায়িত্বে রয়েছে।
আইসিআরসি জানিয়েছে, প্রয়োজনবোধে তারা প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
বিবৃতিতে আরো বলা হয়, গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আজ প্রাপ্ত মৃতদেহের সংখ্যা ৪৫। তবে নিহতদের পরিচয় সম্পর্কে আইসিআরসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ