বিনোদন ডেস্ক
প্রখ্যাত বলিউড অভিনেত্রী ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী মধুমতী আর নেই। বুধবার (১৬ অক্টোবর) সকালে মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। বুধবার বিকেলেই মুম্বাইয়ের বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
১৯৩৮ সালে জন্ম নেওয়া মধুমতী ছোটবেলা থেকেই নাচের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরিসহ বিভিন্ন ধরণের শাস্ত্রীয় নৃত্যে পারদর্শিতা অর্জন করেন। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় একজন নৃত্যশিল্পী হিসেবে। ১৯৫৭ সালে একটি মারাঠি সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি।
পরবর্তীতে নিজের নাম পরিবর্তন করে ‘মধুমতী’ নামেই চলচ্চিত্রে পরিচিতি লাভ করেন। বলিউডের সোনালি সময়ে তিনি অভিনয় করেছেন ধর্মেন্দ্র, দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো কিংবদন্তি তারকাদের সঙ্গে। ‘আঁখে’, ‘টাওয়ার হাউজ’, ‘শিকারি’, ও ‘মুঝে জিনে দো’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
প্রসঙ্গত, তার মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পী ও অনুরাগীরা স্মরণ করছেন তাকে, একজন প্রেরণাদায়ী শিল্পী হিসেবে। অভিনেতা বিন্দু দারা সিং সামাজিক মাধ্যমে লিখেছেন, শিক্ষিকা ও পথপ্রদর্শক মধুমতীজির আত্মার শান্তি কামনা করি। তিনি সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এক সুন্দর জীবন কাটিয়েছেন। আমরা অনেকেই তার কাছ থেকে নাচ শিখেছি।