ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয়ার ‘নকশী কাঁথার জমিন’ আসছে ওটিটিতে

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
x
বিনোদন প্রতিবেদক
প্রেক্ষাগৃহের পর অবশেষে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। 
এরইমধ্যে প্লাটফর্মটি সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে! মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ দেখতে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছে প্লাটফর্মটি।
জানিয়েছে ‘নকশী কাঁথার জমিন’ মুক্তির তারিখও। প্রায় ২ মিনিটের ট্রেলার প্রকাশ করে আইস্ক্রিন জানিয়েছে, রবিবার (১৯ অক্টোবর) আইস্ক্রিন-এ মুক্তি পেতে যাচ্ছে আকরাম খান পরিচালিত এই সিনেমা!
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।
এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। 
এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।


নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ