ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষকদের

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

অনলাইন ডেস্ক
২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দফা দাবি আদায়ে এবার আমরণ অনশন করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আজ মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ হুঁশিয়ারি দিয়েছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেলে শিক্ষকরা শহিদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই তারা অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করব, আগামীকাল বেলা ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন, আমরা শাহবাগে অবস্থান নেব। তারপরও যদি দাবি না মানা হয়, আমরা যমুনায় যাব। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসব।’
তিনি বলেন, ‘আমাদের আর পিছু হটার সুযোগ নেই। কারণ, আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই। যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখব।’ 

নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ