ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে ট্রাম্প-পুতিন বৈঠক

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

আন্তর্জাতিক ডেস্ক
আবারও ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হবে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাম্প জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে এই বৈঠক হবে। 
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প বলেছেন, ‘আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের টেলিফোনে কথা বলেছি। খুব ভালো কথা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন এবং আমি হাঙ্গেরির বুদাপেস্টে আলোচনায় বসতে রাজি হয়েছি।’
পরে সাংবাদিকদের ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে তারা বৈঠকে বসবেন। শুক্রবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হবে। ট্রাম্প সেখানে পুতিনের সঙ্গে তার প্রস্তাবিত বৈঠক নিয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।
ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার বিষয়টিও পুদিনের সঙ্গে ফোনালাপে উঠেছিল। ট্রাম্প জানিয়েছেন, ‘আমাদের প্রচুর টমাহক মিসাইল আছে। কিন্তু সেগুলো আমাদের দরকার। আমরা স্টক খালি করে দিতে পারি না।’
ট্রাম্প বলেছেন, ‘আমি মিসাইলের বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে মজা করেছি। আমি আসলে তাকে বলেছিলাম, আমি যদি কয়েক হাজার টোমাহক মিসাইল আপনার বিরোধীকে দিই, আপনি কি কিছু মনে করবেন? আমি এভাবেই কথাটা বলেছিলাম। তিনি এই আইডিয়া পছন্দ করেননি। কখনো কখনো এরকম হালকাভাবে কথা বলতে হয়।’


নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ