ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে গোল হজম, জয় হাতছাড়া বাংলাদেশের

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে একেবারে শেষে গোল হজম করে জয়ের মুখ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। 
সোমবার (১৩ অক্টোবর) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে মামনি চাকমার ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে লেগে ওপরে উঠে যায়। বলটি দখলে নিয়ে হেডে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি, ম্যাচে এগিয়ে নেয় বাংলাদেশকে।
বাংলাদেশের হাতেই ছিল পুরো ম্যাচ। মাঝমাঠে ও আক্রমণে ছিল দারুণ কিছু মুহূর্ত। তবে শেষ পর্যন্ত এগিয়ে থাকা গোল ধরে রাখতে পারেনি জামাল-হামজাদের দল।
৮৯তম মিনিটে রক্ষণভাগের এক ভুলে গোল হজম করে বাংলাদেশ। নিজেদের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যায় জর্ডানের খেলোয়াড়ের কাছে। তিনি সতীর্থকে পাস দিলে জর্ডানের ফরোয়ার্ড বাংলাদেশের গোলরক্ষক ও রক্ষণের ফাঁক গলে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন।
এই ড্রয়ের ফলে তিন পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। সদ্য শেষ হওয়া হংকংয়ের বিপক্ষে ম্যাচেও শেষ সময়ে গোল খেয়ে পরাজিত হয়েছিল বাংলাদেশ। জর্ডানের বিপক্ষেও একই পরিণতি যেন ফিরে এল।


নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ