ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৯ বছরের স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে চা পান করানোর প্রলোভনে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ভিকটিমের বাবা শনিবার (১৮অক্টোবর) রাতে থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বলরাম সরদারকে (৫০) গ্রেপ্তার করেছে।
এর আগে বলরাম গত বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চা পান করানোর প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার বসতঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন বলরাম। অভিযুক্ত বলরাম উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলজোড় গ্রামের অর্জুন সরকারের ছেলে। তিনি সাটিয়া বাড়ি গ্রামে শশুরবাড়িতে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটান। বলরামকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, বলরাম গত বুধবার দুপুরে সাটিয়া বাড়ি গ্রামের শশুরবাড়িতে যান। সেখানে দুপুর ১২টার দিকে বলরাম ফাঁকা বাড়িতে ভিকটিমকে চা পান করানোর প্রলোভস দেখিয়ে তার ঘরে ডেকে নেন। বিছানায় বসিয়ে টিভি দেখতে দেন। একপর্যায়ে বলরাম জোড়পূর্বক ভিকটিমকে ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ করলে তাকে হত্যার ভয় দেখান বলরাম। ভিকটিম ভয়ে বিষয়টি চেপে রাখে। ওই দিনরাত থেকে ভিকটিমের পেট ব্যথা শুরু হয়। পর দিন ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতেও তার পেটের ব্যাথা থামেনি। শুক্রবার ভিকটিম ধর্ষণের ঘটনা তার চাচাতো বোন অনন্যাকে জানায়। এতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। বিষয়টি জেনে ভিকটিমের বাবা শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে বলরামকে গ্রেপ্তার করে। 
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আ.বারিক জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রুজু করা হয়। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষক বলরামকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ