ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মার ফ্যাক্টরিতে আগুন

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

  প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ফ্যাক্টরির ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহজালালে অগ্নিকাণ্ডে ফ্লাইট বিপর্যয়: মওকুফ হবে দুই দিনের মাশুল
ধামরাই ফায়ার স্টেশন কর্মকর্তা সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।



নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ