ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরগুনার বাসিন্দা সাংবাদিকের পাশাপাশি পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরাও এতে অংশ নেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম মাসুম। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা টিআরআই ওয়ার্ল্ড তুরস্কের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, সোহাগ ইউনুচ, বাছেদ আকন,সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আব্দুর রহমান খোকন, পাথরঘাটা উপজেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল করিম, সাধারণ সম্পাদক লায়ন নাসির আহমেদ, পাথরঘাটা ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহিন, বরগুনা জেলা সমিতির সভাপতি জিয়াউল কবির দুলু, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান।
বক্তারা, বরগুনার আর্থ-সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, নদী ভাঙন রোধ ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া নদী ও সমূদ্র তীরবর্তী মানুষের উন্নয়নে উপকূল এলাকার জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান। 
এই সংগঠন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ঢাকায় অবস্থানরত বরগুনার প্রতিটি সাংবাদিককে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং পেশাগত সমস্যাগুলো একসাথে সমাধান করতে পারি বলেন বক্তারা।
পরে সংগঠনের সভাপতি আব্দুল খালেক লাভলু ও সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ, সিনিয়র সহ সভাপতি ছলিম গাজী, সহ সভাপতি আবু জাফর, এইচ এম তৌহিদ হাসান, যুগ্ম সম্পাদক এম এ আজীম, রুকাইয়া নাজরিন, গাজী শাহীন, কোষাধ্যক্ষ আল আমিন রাজু, সাংগঠনিক সম্পাদক মিরন আহমেদ, দফতর সম্পাদক এম সোলায়মান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ প্রিন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ বিশ্বাস, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আহমেদ ফেরদৌস খান, জনকল্যান সম্পাদক মিরাজ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ফাহিম মোনায়েম, নাসির উদ্দিন, কবিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন বাবুল, তৌহিদুল ইসলাম, আবু সালেহ মুছাকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল খালেক লাভলু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ।

নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ