ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: নির্বাচন কমিশনার

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

সিলেট ব্যুরো
সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে প্রতীকটি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। রোববার (১৯ অক্টোবর) সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না উল্লেখ করে তিনি জানান, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে এবং কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।     
আরও পড়ুন
আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই কমিশনের অবস্থান বলে জানান তিনি। 
নির্বাচন কমিশনার আরও বলেন, আইনগতভাবে আওয়ামী লীগ স্থগিত দল হওয়ায় তাদের কার্যক্রমও স্থগিত রয়েছে, ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।
প্রশিক্ষণ কর্মশালায় সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  



নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ