ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

আন্তর্জাতিক ডেস্ক
বর্তমান পরিস্থিতি মেনে নিয়ে ইউক্রেনকেযুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো, আলোচনায় যাওয়া যাবে পরে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করে ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাস্প। একইসঙ্গে বর্তমান যুদ্ধরেখাকেই ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন তিনি। 
রোববার (১৯ অক্টোবর) ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হয়েছে।
ট্রাম্প বলেছেন, ‘ডনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ এলাকা ইতোমধ্যেই রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন চাইলে পরে কোনো সময় এ বিষয়ে আলোচনায় যেতে পারে, কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যুদ্ধ থামানো।’

নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ