ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আবার পেনশন বিমা চালু করল জীবন বীমা করপোরেশন

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বন্ধ থাকার ২২ মাস ১৯ দিনের মাথায় পুনরায় চালু হলো রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশনের (জেবিসি) পেনশন বিমা পরিকল্পনা। ‘জেবিসি পেনশন বিমা’ নামে নতুন এ পলিসি উদ্বোধন করা হয়েছে রোববার (১৯ অক্টোবর) ঢাকার মতিঝিলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান।
একইসঙ্গে ১৯ অক্টোবর থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী গ্রাহকসেবা পক্ষ। ২ নভেম্বর পর্যন্ত চলবে এ গ্রাহকসেবা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে এ দুই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দুজন গ্রাহক—শায়লা শারমিন ও শেখ মোহাম্মদ হাসান—এর হাতে নতুন পলিসির প্রথম প্রিমিয়াম রিসিট (এফপিআর) তুলে দেওয়া হয়।
আজ দীপাবলি ও শ্যামাপূজা / আলোর উৎসবে মুখরিত সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি
জেবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, অবসর জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই নতুন পেনশন বিমা পরিকল্পনা চালু করা হয়েছে। এতে গ্রাহকেরা আজীবন পেনশন সুবিধা পাবেন, এমনকি নমিনিরাও পেনশনের আওতায় থাকবেন। মেয়াদ পূর্তিতে গ্রাহক এককালীন বা মাসিক ভিত্তিতে পেনশন সুবিধা নিতে পারবেন।
এই বিমা পলিসিতে প্রিমিয়ামের ওপর আয়কর রেয়াতের সুযোগ রয়েছে। গ্রাহক হতে পারবেন ২০ থেকে ৬০ বছর বয়সীরা। প্রিমিয়াম পরিশোধ করা যাবে ষাণ্মাসিক বা বার্ষিক ভিত্তিতে। মেয়াদ সর্বনিম্ন পাঁচ বছর ও সর্বোচ্চ ৪৫ বছর। গ্রাহকের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ বার্ষিক পেনশন নির্ধারিত হবে, তবে ন্যূনতম বার্ষিক পেনশন ধরা হয়েছে ১০ হাজার টাকা। পেনশন পাওয়া যাবে ৫৫ থেকে ৬৫ বছর বয়সে।
পলিসির শর্ত অনুযায়ী, বিমাগ্রাহক মৃত্যুবরণ করলে তার নমিনি পেনশনের অধিকারী হবেন। পেনশন শুরুর ১০ বছরের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে, নমিনি বাকি সময়ের জন্য পেনশন পাবেন। বিমার মেয়াদ চলাকালে মৃত্যু হলে নমিনি বার্ষিক পেনশনের ১৫ গুণ সুবিধা পাবেন, এছাড়া মৃত্যুর সঙ্গে সঙ্গে পাঁচ গুণ অর্থ এবং পরবর্তী ১০ বছরের বার্ষিক পেনশন দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর জেবিসি ‘ব্যক্তিগত পেনশন বিমা পলিসি’ বন্ধ করে দিয়েছিল। অলাভজনক হওয়ার কারণেই এটি বন্ধ করা হয়েছিল বলে জানানো হয়। সেই সময় জেবিসির তৎকালীন এমডি আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেছিলেন, “এজেন্ট ও গ্রাহকদের লাভ হলেও সরকারের লোকসান হচ্ছিল। তাছাড়া সর্বজনীন পেনশন স্কিম চালুর পর সরকার চেয়েছিল ওদিকে বেশি মনোযোগ দিতে।”
তবে এবার নতুন পরিকল্পনায় আগের বেশ কিছু সীমাবদ্ধতা কাটিয়ে জেবিসি আবারও পেনশন বিমা চালু করেছে। সংস্থাটি আশা করছে, নতুন এই পরিকল্পনা অবসরজীবনে আর্থিক সুরক্ষা দিতে বড় ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ